Are You A Designer? - আপনি একজন ডিজাইনার?

<$posttail$>
<$cmtjs$>

Are You A Designer? - আপনি একজন ডিজাইনার?


Are You A Designer? আপনি কি ডিজাইনার?

তাহলে এই আইডিয়া গুলো আপনার জন্য । আশা করি আপনি এখন থেকে আয়ের একটি নতুন উত্স খুঁজে পাবেন ।

আপনি মাইক্রোস্টক সাইটে আপনার বিভিন্ন ডিজাইন বিক্রয় করতে পারেন। পণ্যের অনুমোদন এখানে অনেক সহজ।

1. Shutterstock
2. Adobestock
3. Istock
4. Envato Elements
5. Freepik

আপনার প্রোডাক্ট অনেক , চাচ্ছেন ব্যান্ডেল আকারে সেল করতে ?

1. Creative Market
2. Creative Fabrica
3. Designbundle
4. Mighty Deals
5. Etsy

আপনি কি প্রিমিয়াম কোয়ালিটি লোগো / ব্র্যান্ড মার্ক তৈরী করতে পারেন। তাহলে আপনি নিচের কোম্পানি গুলোর সাথে কাজ করতে পারেন।

1. Brandcrowd
2. Logoground
3. Graphicriver
4. Scalebranding
5. Gumroad

আপনি কি ভালো আইকন বানাতে পারেন ? তাহলে এই সাইট গুলো আপনার জন্য।

1. Iconfinder
2. Flaticon
3. Thenounproject
4. Pixel Buddha
5. Canva

ফন্ট বানানো যদি আপনার নেশা হয় তবে নিচের সাইট গুলো থেকে আপনি ভালো ইনকাম জেনারেট করতে পারেন।

1. Myfont
2. Dafont
3. Fontdaily
4. FontSpring
5. Fontshop

আপনি যদি প্রিন্ট ও ডিমান্ড নিয়ে কাজ করতে চান তবে নিচের সাইট গুলো আপনার জন্য হতে পারে আদর্শ।

1. Amazon KDP
2. Redbubble
3. Shineon
4. Gearlaunch
5. Teepublic

আপনি যদি ডিজাইন কন্টেস্ট করতে ভালোবাসেন তবে এই কোম্পানি গুলোর সাথে কাজ করতে পারেন।

1. 99designs
2. Freelancer
3. Designcrowd
4. Designhill
5. DesignContest

আপনি চাইলে আরো কিছু ফ্রিল্যান্স প্লাটফর্মের সাথে কাজ শুরু করে দিতে পারেন।

1. Fiverr
2. Upwork
3. Freelancer
4. PPH
5. Envato Studio

আপনি যদি ফিক্সড ইনকামে বিশ্বাস করেন তাহলে আপনি চাইলে বাসায় বসেই রিমোটলি বিভিন্ন কোম্পানিতে জব করতে পারেন।

1. Linkedin
2. Flexjobs
3. We Work Remotely
4. JustRemote
5. Angel List

এই সময়টা আপনার পোর্ট ফোলিও বিল্ডআপ করার দারুন সুজোগ। আজকেই শুরু করে দিন পোর্টফোলিও সাজানো।

1. Own Site
2. Dribbble
3. Behance
4. Uplabs
5. Pinterest

আপনি যদি অভিজ্ঞ আর দক্ষ হয়ে থাকেন তবে মানুষকে শেখানোর মাধ্যমেও ভালো উপার্জন করতে পারেন।

1. Youtube
2. Udemy
3. Skillshare
4. Thinkific
5. Instructory

এছাড়াও বিভিন্ন লোকাল কোম্পানি, স্টার্ট আপ, টিমের সাথে কাজের অপর্চুনিটি তো আছেই ।

এত অপশন থাকতেও যদি আপনি কাজ না করতে পারেন তবে এর ব্যর্থতা নিতান্তই আপনার।

সবাই ভালো থাকবেন।

Read Fiverr

©️Sssakha

Fahim Ferdous

Hi there. I am Fahim Ferdous, a Bangladeshi digital entrepreneur. I love to code, make websites, and most importantly help people.

Post a Comment

Thank you for choosing word.

Previous Post Next Post